যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব
যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব আল হাসান। শুক্রবার ভোর রাতে ঢাকা ছাড়েন এই অলরাউন্ডার। ধারণা করা হচ্ছে সাকিব ছুটি কাটিয়ে সেখান থেকেই জিম্বাবুয়ে সফরে টেস্ট খেলতে যাবেন। নিজের ছেলে হওয়ার সাতদিন পর আইপিএল খেলতে ঢাকা এসেছিলেন তিনি। তখন থেকেই ছিলেন বায়ো বাবলে।আবাহনীর সাথে ম্যাচে স্ট্যাম্প তুলে ফেলার জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এরপর মোহামেডানের হয়ে লিগপর্বের শেষ ম্যাচে গতকাল মাঠে নামেন সাকিব। যেখানে রিয়াদের গাজী গ্রুপের কাছে হেরে যায় তার দল। এরপর রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
Posted in: খেলা