কোপায় প্রথম জয় পেল আর্জেন্টিনা
একের পর এক ড্র করে জয়ের স্বাদই যেন ভুলে গিয়েছিল মেসির দল। চিলির বিপক্ষে দারুণ খেলেও জয়ের দেখা পাননি লিওনেল মেসি। অবশেষে উরুগুয়ের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে ফেভারিট আর্জেন্টিনা।শনিবার (১৯ জুন) ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জয়টি আসে ১-০ ব্যবধানে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন গুইদো রদ্রিগেজ। তবে তাকে বল বানিয়ে দেয়ার কাজটি কিন্তু করেছেন লিওনেল মেসি। ম্যাচের ১৩ মিনিটের মাথায় ছোট করে নেয়া কর্নারে মেসির উদ্দেশ্যে পাস বাড়িয়ে দিয়েছিলেন রদ্রিগো ডি পল। আর কাছে থাকা ডিফেন্ডারকে পরাস্ত করে ডি-বক্সের মধ্যে মাপা ক্রস দেন মেসি। এরপর হেডে বাকি কাজটা সারেন গুইদো রদ্রিগেজ। এ জয়ের সুবাদে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপের টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা।