বেলজিয়ামের দুর্দান্ত জয়, শেষ ষোলোয় নেদারল্যান্ডস
ইউরোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের মাঠেই তাদের ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। পারকেন স্টেডিয়ামে ম্যাচের ২ মিনিটের মাথায় র্যাংকিংয়ে শীর্ষে থাকা বেলজিয়ামের জালে বল জড়িয়ে জয়ের স্বপ্ন দেখান ডেনমার্কের ইউসুফ পলসেন। ম্যাচের প্রথমার্ধ্বে দুর্দান্ত খেলেন ডেনমার্কের ইউসুফ পলসেন, মার্টিন ব্র্যাথওয়েট, জোয়াকিম মায়েলে, পিয়েরে-এমিল হয়বিয়া, মিকেল ডামসগার্ডরা।৫৫ মিনিট পর্যন্ত স্কোরলাইন একই ছিল। এরপরই পিছিয়ে পড়া বেলজিয়ামকে সমতায় ফেরান থরগান হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জয়সূচক গোলটি করেন ডি ব্রুইনা। লিগের শুরুর দুই ম্যাচে জয় নিয়ে এরই মাঝে নক-আউটে জায়গা পাকা করে ফেলেছে রবার্তো মার্তিনেজের বেলজিয়াম।
এদিকে গ্রুপ ‘সি’ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছে গেল নেদারল্যান্ডস। আমস্টারডাম অ্যারেনায় দুই অর্ধে মেম্ফিস ডিপাই ও ডেনজেল ডামফ্রাইসের গোলে ২-০ গোলে অস্ট্রিয়াকে পরাজিত করে জয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছে ফ্রাঙ্ক ডি বোরের নেদারল্যান্ডস। ইনজুরি থেকে ফিরেছেন ম্যাথিয়াস ডি লিট। কোচ ফ্রাঙ্ক ডি বোর তাই তার পছন্দের ৩-৫-২ ফর্মেশনেই খেলিয়েছেন দলকে। তবে ইউক্রেন ম্যাচে ২ গোলের লিড হারিয়ে ফেলার পরের ম্যাচেই নিজের প্রিয় ফর্মেশনে ফেরাটা যে কোনো বুমেরাং হয়ে আসেনি, সেজন্য ডি লিট ও ফ্রাঙ্কি ডি ইয়ং হয়তো কোচের থেকে বাড়তি বাহবা পাবে। ম্যাচের এগারো মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। এর জন্য অস্ট্রিয়ার সবচেয়ে বড় তারকা, সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেয়া ডেভিড আলাবা হয়তো নিজেকেই দুষছেন। সাধারণত লেফটব্যাক হিসেবে খেললেন এ ম্যাচে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলা আলাবার ভুলেই ডিফেন্স লাইনে ভেঙে যায়; ডামফ্রাইসকে সময়মতো ট্যাকেল করতে ভুল করেন। ডামফ্রাইসও বলটিকে নিয়ে যায় ২৮ বছর বয়সী আলাবার থেকে দূরে। আলাবা চ্যালেঞ্জটা করেন ডি বক্সে গিয়ে, আর নেদারল্যান্ডস পায় পেনাল্টি। পেনাল্টি থেকে ডাচদের এগিয়ে নেন সদ্যই বার্সেলোনার খেলোয়াড় হয়ে যাওয়া মেম্ফিস ডিপাই।