অল কমিউনিটি ক্লাব সভাপতির অভিযোগ মিথ্যা : পরীমণি
গুলশানের অল-কমিউনিটি ক্লাবে তুলকালাম কাণ্ডের অভিযোগ পুরো মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ঢাকা বোট ক্লাবের নির্যাতনের ঘটনা অন্যদিকে নিতে এমন কাহিনী তৈরি করা হচ্ছে। ঐদিন এমন কোনো ঘটনা ঘটেনি বলেও জানান পরীমনি।পরীমনি আরো জানান, নাসির উদ্দিন মাহমুদ এবং অল কমিউনিটি ক্লাব সভাপতি পরস্পর খুবই ঘনিষ্ঠ। এরা দুজনই বোট ক্লাব এবং অল কমিউনিটি ক্লাব পরিচালনার সঙ্গে জড়িত। তাই নাসির উদ্দিন মাহমুদের ঘটনা অন্যদিকে নিতে এমন ভিত্তিহীন মিথ্যা গল্প-কাহিনী তৈরি করা হচ্ছে। এডিট ও মেকিং করা কিছু ভিডিও ছাড়া হচ্ছে, যাতেও প্রমাণ হয় না যে আমি এমন ভাঙচুরের ঘটনা ঘটিয়েছি। তাছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পর এমন ভিডিও তৈরি করাই প্রমাণ করে এখানে কোন অসৎ উদ্দেশ্য আছে।এর আগে বোট ক্লাবের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের একদিন পর গুলশানের অল-কমিউনিটি ক্লাবে চিত্রনায়িকা পরীমণি তুলকালাম কাণ্ড ঘটান বলে অভিযোগ করেন ক্লাব সভাপতি। অল-কমিউনিটি ক্লাবের ওই ঘটনার কিছু খণ্ডিত ভিডিও প্রকাশ করা হয় যাতে পরীমনিসহ কয়েক জনের আসা যাওয়ার ভিডিও আছে। কিন্তু ক্লাব সভাপতি গ্লাস ভাঙচুরের কোনো ফুটেজ দিতে পারেননি।