নতুন প্রেমে শ্রাবন্তী!
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী শ্রাবন্তী । তার প্রাক্তন স্বামী রোশন আদালতে গিয়ে শ্রাবন্তীর সঙ্গে নতুন করে সংসার করতে চাইলেও সে দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। তিনি এখন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে আকুল। সম্প্রতি অভিরূপের জন্মদিনে হীরের আংটি পরিয়ে দিয়েছেন শ্রাবন্তী।শ্রাবন্তী এই উপহারের কথা প্রকাশ না করলেও অভিরূপ তার ফেসবুক প্রোফাইলে আংটির ছবি দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ’। এই গুরুত্বপূর্ণ মানুষ যে শ্রাবন্তী তা সিনেমা জগতের কারও জানতে বাকি নেই। তবে সবাই এ বিষয়ে আপাতত চুপ। আংটির ছবি দেখে বোঝা যাচ্ছে, সেটি যেমন তেমন আংটি নয়। প্রথমে ইংরিজির ‘আই’ অক্ষরের চিহ্ন। তার পরে প্ল্যাটিনামের ওপর বসানো ঝকঝকে হিরা। তার পাশেই হৃদয়ের চিহ্ন। শ্রাবন্তী যে অভিরূপকে কতটা ভালবাসেন এই আংটিই তার প্রমাণ। এই ভরা বর্ষায় তার জীবনে বৃষ্টি পড়ছে নতুন ছন্দে। নতুন প্রেমের কথা প্রকাশ্যে আনেননি শ্রাবন্তী।