আবারও জাতিসংঘের মহাসচিব নির্বাচিত গুতেরেস
দ্বিতীয়বারের মতো জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৮ জুন) ওই পদের জন্য তার নাম ঘোষণা করেন নিরাপত্তা পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলক্যান বজকির। এর আগে ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বগ্রহণ করেন আন্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। করোনার এই মহামারির সময় তিনি জাতিসংঘের গুরুদায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন। আগামী ২০২১ সালের ৩১ ডিসেম্বর তার বর্তমান মেয়াদ শেষ হবে। ফের নির্বাচিত হওয়ায় ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তার দ্বিতীয় অধ্যায় শুরু হবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই দায়িত্বে থাকবেন গুতেরেস। নির্বাচিত হওয়ার পরেই শপথ নেন তিনি।নতুন করে শপথের পর ৭২ বছর বয়সী গুতেরেস বলেন, মানুষের ভবিষ্যতের জন্য তিনি ক্ষমতার বাইরে গিয়ে কাজ করবেন।