পেরুতে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৩০০ ফুট গভীরে, নিহত ২৭
পেরুতে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে ১ হাজার ৩০০ ফুট খাদে পড়ে ২৭ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন। দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে অর্ধশত শ্রমিককে নিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
Posted in: আর্ন্তজাতিক