ইব্রাহিম রইসি ইরানের নতুন প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ইব্রাহিম রইসি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার সকালে তার জয়ের খবর প্রকাশ করে। তাকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থীরা।ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৯০ শতাংশ মানুষ। যার মধ্যে রইসি ১ কোটি ৮০ লাখের কিছু বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।৬০ বছর বয়সী রইসি বর্তমানে দেশটির ক্ষমতাসীন সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম। গত নির্বাচনে তিনি হাসান রুহানির কাছে পরাজিত হয়েছিলেন। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা খামেনি এবং রইসির জন্ম একই স্থানে, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। খামেনির মতো না হলেও দেশটির সংখ্যাগুরু শিয়া সম্প্রদায়ের কট্টরপন্থীমহলে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ব্যাপক।