সিনোফার্মার টিকা দেয়া শুরু
দেশে চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে।শনিবার (১৯ জুন) সকালে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। এ সময় তিনি বলেন, সিনোফার্মার টিকায় অগ্রাধকিার পাবেন মেডিকেল কলেজের ও নার্সিং শিক্ষার্থীরা। এর আগে সিনোফার্মের প্রায় ৩০ হাজার টিকা বাংলাদেশ কর্মরত চীনা নাগরিকদের দেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ছাড়া আরও তিনটি হাসপাতালে টিকা নিতে পারবেন আগ্রহীরা। হাসপাতালগুলো হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া ঢাকার বাইরে সব মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে সিনোফার্মার টিকা দেয়া হচ্ছে।