কদমতলীতে একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার
রাজধানীর কদমতলীর মুরাদপুরে বাবা-মা ও বোনকে হত্যা করে ট্রিপল নাইনে ফোন করে নিজেই পুলিশকে খুনের কথা জানিয়েছে এক তরুণী। ঘটনাস্থলে গিয়ে মেহজাবিন নামে ঐ তরুণীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, চায়ের সাথে প্রথমে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করা হয় মাসুদ রানা, তার স্ত্রী মৌসুমী ইসলাম ও ছোট মেয়ে জান্নাতুলকে।মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ২০১৬ সালের একটি হত্যা মামলার আসামি।পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শনিবার দুপুরের দিকে বাসায় গিয়ে মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশ। পারিবারিক কলহের জেরেই তিনজনকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই বাসায় স্ত্রী, দুই মেয়ে আর এক মেয়ে জামাইকে নিয়ে থাকতেন মাসুদ রানা।ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে।