প্রায় দুইমাস পর ফিরোজায় খালেদা জিয়া
দীর্ঘ ৫৩ দিন পর হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের ফিরোজায় ফিরবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। গেলো ২৭ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। করোনার পাশাপাশি অন্য শারীরিক জটিলতাও ছিলো খালেদা জিয়ার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে বেশি দিন থাকলে ইনফেকশনের শঙ্কা আছে তাই বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
Posted in: জাতীয়