ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি, চ্যাম্পিয়ন পর্তুগালের জালে জার্মানির চার গোল, স্পেনের ড্র
ফ্রান্সকে জিততে দিলো না হাঙ্গেরি। ঘরের মাঠে তাদের জয় বঞ্চিত করেছে হাঙ্গেরি। ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। জার্মানির বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও ফ্রান্সকে দ্বিতীয় ম্যাচেই করতে হয় পয়েন্ট ভাগাভাগি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় গ্রুপ এফ থেকে লড়াইয়ে নামে দুই দল। বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ে হাঙ্গেরির হয়ে একমাত্র গোলটি করেন অ্যাটিলিয়া ফিওলা। দ্বিতীয়ার্ধে দলের ত্রাতা হয়ে আসেন গ্রিজম্যান। ৬৬ মিনিটে গোল দিয়ে নিয়ে আসেন সমতা।২০১৮ বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে আটকে দিয়ে এক অনন্য রেকর্ডে নাম লিখিয়েছে হাঙ্গেরি। ১৯৭৬ সালের পর এই প্রথম ফরাসিদের বিপক্ষে কোনো টুর্নামেন্টে হারেনি দেশটি। এ ছাড়া ইউরোতে প্রথমে গোল দিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচেই তারা হারেনি।বল দখলের লড়াই কিংবা আক্রমণে ফ্রান্স এগিয়ে থাকলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বেনজেমা-এমবাপ্পেরা। ম্যাচে ৬৭ শতাংশ সময় বল ছিল ফরাসিদের পায়ে।
অপর ম্যাচে চ্যাম্পিয়ন পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে তিনবারের শিরোপা জয়ী দল জার্মানি।উয়েফা ইউরো কাপের শুরুটা দুর্দান্ত ছিল বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের। দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল তারা। তবে পরের ম্যাচেই তাদের মাটিতে নামাল জার্মানি। ইউরোর সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়নদের কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছে রোনালদোর দল।এ ম্যাচে জার্মানির চার গোলের মধ্যে দুটিই ছিল আত্মঘাতী অর্থাৎ দুই গোল করে দিয়েছেন পর্তুগালের খেলোয়াড়রাই। আর বাকি দুই গোলের মধ্যে একটি করেছেন কাই হাভার্জ, অন্যটি রবিন গোসেনস। হাভার্জের গোলটিতে এসিস্ট ছিল গোসেনসের।দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন গোসেনস। গোসেনস বলেছেন, ‘আমরা জানতাম যে, আমাদের আজকে জিতে হবে। কারণ আজকে হেরে গেলে শেষ ষোলোতে যাওয়া কঠিন হতো। আমরা আক্রমণ ও রক্ষণে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। ম্যাচ জিতেছি, তাই আমি অনেক খুশি।’
পেনাল্টি কাজে লাগাতে না পেরে জয়বঞ্চিত হলো লুইস এনরিকের দল। সেভিয়ার লা কোর্তুয়ায় শনিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পোল্যান্ড-স্পেনের ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে শেষ হয়েছে।টানা দুই ড্রয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন হয়ে গেল লুইস এনরিকের দলের। ১৯৯৬ সালের পর ইউরোতে এবারই প্রথম দুই ম্যাচে জয়হীন থাকলো লা রোজারা।