টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৪৬
বৃষ্টির কারণে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন একটি বলও মাঠে গড়াতে পারেনি। দ্বিতীয় দিন বৃষ্টি না হলেও ছিল রোদ-মেঘের লুকোচুরি। ছিল আলোক স্বল্পতা। যে কারণে এদিন মাত্র ৬৬.৪ ওভার খেলা হয়। টস হেরে ব্যাট করতে নামা ভারত ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে। ক্রিজে আছেন বিরাট কোহলি (৪৪*) ও আজিঙ্কা রাহানে (২৯*)। ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোলে ভারত টস জিতে ব্যাট করতে নামে শনিবার বিকেলে। শুরুটা ভালো হয় তাদের। রোহিত শর্মা ও শুবমান গিল ৬২ রান তোলেন উদ্বোধনী জুটিতে। কাইল জেমিসনের বলে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। ৬ চারে ৩৪ রান আসে তার ব্যাট থেকে। ৬৩ রানের মাথায় আউট হন গিলও। উইকেটের পেছনে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ বানিয়ে তাকে ফেরান নেইল ওয়াগনার। ৩ চারে ২৮ রান করে সাজঘরে ফেরেন গিল।নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাও বেশিক্ষণ টিকতে পারেননি। ৮৮ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। ৮টি রান আসে তার ব্যাট থেকে।সেখান থেকে দলের হাল ধারেন কোহলি ও রাহানে। তারা দুজন ৫৮ রানের জুটি গড়ার পর দুই দফার আলোক স্বল্পতায় প্রথম দিনের খেলা আর হয়নি।