মেমফিস ডিপাইকে দলে ভেড়াল বার্সেলোনা
আগামী দুই মৌসুমের জন্য স্প্যানিশ ক্লাব বার্সেলোনা দলে ভিড়িয়েছে নেদারল্যান্ডসের তারকা ফরোয়ার্ড মেমফিস ডিপাইকে। বর্তমানে নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ইউরো খেলায় ব্যস্ত ডিপাই। এর মধ্যেই বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো তাকে দলে ভেড়ানোর ব্যাপারে। তবে এখনই দুই পক্ষের মধ্যে চুক্তি সাক্ষরিত হচ্ছে না।আগামী ৩০ জুন পর্যন্ত ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিয়নের খেলোয়াড় ডিপাই। সেদিনই ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে তার। এরপর ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার খেলোয়াড় হয়ে যাবেন তিনি।বিনা ট্রান্সফার ফি-তেই বার্সেলোনায় যোগ দিচ্ছেন ২৭ বছর বয়সী এ তারকা। চলতি দলবদলের উইন্ডোতে এ নিয়ে তিন খেলোয়াড়কে ফ্রি-তেই পেলো বার্সেলোনা।