ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ, ৪ রানের আক্ষেপ ডি ককের
সেইন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৪৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক ক্যারিবীয়রা। ডিন এলগারের ৭৭ ও ডি ককের ৯৬ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ২৯৮ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে গেছে মাত্র ১৪৯ রানে।২টি করে উইকেট শিকার কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির।সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন উইয়ান মাল্ডার, তাও মাত্র ১ রান খরচায়। তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করবে প্রোটিয়ারা।প্রথমদিন সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরি করতে পারেননি অধিনায়ক ডিন এলগার। পরদিন তারই পথে হাঁটলেন উইকেটরক্ষক কুইন্টন ডি কক। দুই দিনে দুইটি ব্যক্তিগত সেঞ্চুরি মিস হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দলীয়ভাবে বেশ এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।ম্যাচের প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২১৮ রান নিয়ে খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দ্বিতীয় দিন আর ৮০ রান যোগ করতেই বাকিসব উইকেট হারায় তারা। আগেরদিন ৫৯ রানে অপরাজিত থাকা ডি কক এদিন থামেন ৯৬ রান করে। মাত্র ৪ রানের জন্য ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরিটি করতে পারেননি তিনি।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও কাইল মায়ারস। এছাড়া শ্যানন গ্যাব্রিয়েলের শিকার ২টি উইকেট।