বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বেলজিয়ামে স্কুলভবন ধসে নিহত পাঁচ

বেলজিয়ামে স্কুলভবন ধসে নিহত পাঁচ 

বেলজিয়ামে একটি নির্মাণাধীন স্কুলভবন আংশিকভাবে ধসে পড়ায় পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। অ্যান্টওয়ার্প শহরে শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। শনিবার বিকেল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অ্যান্টওয়ার্পের দমকল বিভাগ জানিয়েছে, নিখোঁজ সকলেই ইতোমধ্যে মারা গেছেন। বেলজিয়ামের রাজা ফিলিপ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার সঙ্গে প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রুও ছিলেন। স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, নিহত দুজনের একজন পর্তুগাল ও আরেকজন রোমানিয়ার নাগরিক। তবে নিহত অন্য শ্রমিকদের জাতীয়তা এখনও জানা যায়নি।এখনও তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী কর্মীরা বলছেন, তারা আরও দুজন পর্তুগিজ ও একজন রাশিয়ানের খোঁজ করছেন।এ ঘটনায় আরও নয়জন ব্যক্তি আহত হয়েছেন। দমকল বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়। ভবনটি ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি।খবর : এএফপি।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone