বেঙ্গল ফ্যাশন উইকের শো স্টপার কোয়েল মল্লিক
বিনোদন ডেস্ক : কলকাতায় চলছে বেঙ্গল ফ্যাশন উইক। সোমবার দ্বিতীয় দিনে শো শুরু হয় ফ্যাশন ডিজাইনার মোনার কালেকশন দিয়ে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ও রঙ দিয়ে তৈরি তাদের ইংলিশ ডিজাইনের পোষাকে রাম্পে হাঁটলেন মডেলরা।
মেকাপের টিপের মধ্যেও তুলে ধরা হয়েছে পার্টির নাম। দ্বিতীয় দিনের আর এক ডিজাইনার ছিলেন এ.ডি সিং। বিয়ের মরসুমের কথা মাথায় রেখে তার মডেলরা রাম্পে হাঁটলেন ব্রাইডাল মেকআপে। ডিজাইনার এ.ডি সিং
জানান প্রত্যেক নারীর কাছে বিয়ের দিনটি স্মরণীয় হয়। আর সেই দিন যেন প্রত্যেক নারী নিজেকে রাণীর মতো অনুভব করতে পারেন, সেই চেষ্টাই করেছেন তিনি।
তবে বিভিন্ন জনপ্রিয় মডেলদের মধ্যে এদিনের শো-এর সবথেকে বড় আকর্ষণ ছিল শো স্টপার হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিকের রাম্পে হাটা।
কোয়েল জানান, রকিএস-এর এই ফ্যশন শো-এর শো স্টপার হয়ে তিনি ভীষণ খুশি। এই প্রথম তিনি মডেল হিসেব রাম্পে হাটলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।