ভারতকে ২১৭ রানে গুটিয়ে নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা
‘বৃষ্টিই বাঁচিয়ে দিচ্ছে ভারতকে’, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে বলেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান মাইকেল ভন। বৃষ্টির কারণে ১ম দিনের খেলা পরিত্যাক্ত হওয়ায় মজা করে ভারতীয়দেরকে খোঁচা দিয়েছিলেন ভন। ৩য় দিনশেষে তার কথাটাই বাস্তব হয়ে উঠলো! নিউজিল্যান্ডের বোলারদের সামনে যেন অসহায় আত্মসমর্পন করলেন ভারতীয় ব্যাটসম্যানরা! ১ম ইনিংসে ভারতীয়রা গুটিয়ে গেছে মাত্র ২১৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ আজিঙ্কা রাহানের। পেসার কাইল জেমিয়েসন একাই ধ্বসিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং লাইনআপ।কিউই পেসার কাইল জেমিয়েসন মাত্র ৩১ রানের বিনিময়ে তুলে নেন ৫ উইকেট। ক্যারিয়ারের প্রথম ৮টি টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়া কিউয়ি বোলারে পরিণত হলেন জেমিসন। অষ্টম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার সুবাদে জেমিসনের টেস্ট উইকেট সংখ্যা দাঁড়ায় ৪৪। সাউদাম্পটনে তিনি ৪২টি উইকেটে পৌঁছনো মাত্রই জ্যাক কাউয়ির ৭২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন। ১৯৩৭ থেকে ১৯৪৯ পর্যন্ত কাউয়ি ক্যারিয়ারের প্রথম ৮টি টেস্টে নিউজিল্যান্ডের হয়ে ৪১টি উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের আটটি টেস্টে ৫ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন জেমিসন।শেষ ৩৫ রানে নিজেদের ৫ উইকেট হারায় ভারত। তৃতীয় দিনটা উইলিয়ামসনরা শেষ করেছেন ২ উইকেটে ১০১ রান তুলে। টম ল্যাথাম ও ডেভন কনওয়ে উদ্বোধনী জুটিতে এনে দেন ৭০ রান।রবিচন্দ্রন অশ্বিন ল্যাথামকে ফেরানোর পর দলকে ১০১ রানে রেখে আউট ৫৪ রান করা ডেভন কনওয়ে। তিন টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বার ৫০ পেরোনো কনওয়েকে ফিরিয়েছেন ইশান্ত শর্মা।