ইনজুরি টাইমের গোলে ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছে ভেনেজুয়েলা
ইনজুরি টাইমে রোনাল্ড হার্নান্দেজের গোলের সুবাদে কোপা আমেরিকায় রোববার ইকুয়েডরের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ভেনেজুয়েলা। রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ম্যাচে দুইবার এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। গোল দুটি করেছিলেন অ্যারিটন প্রেসিয়াদো ও গঞ্জালো প্লাতা। তবে অসাধারণ জোড়ালো হেডের মাধ্যমে ভেনেজুয়েলার হয়ে অপর গোলটি পরিশোধ করেন এডসন ক্যাসিলো। ইনজুরি ও কোভিড-১৯ সংক্রমনের কারণে ১২ জন খেলোয়াড়কে স্কোয়াডের বাইরে রেখে আসা ভেনেজুয়েলার জন্য এটি ছিল উল্লেখ করার মত একটি অর্জন। কোচ হোসে পেসেরিও বলেন, ‘এই ছেলেদের প্রশংসা করার মত শব্দ আমার কাছে নেই। প্রথম বারের মত তারা পেশাদার দলে খেলছে। তারা এখানে ত্যাগের , লড়াইর ও জার্সির সম্মান রাখার দক্ষতা প্রদর্শন করেছে। যার দ্বারা আমি দারুন রমঞ্চিত।’ এই ফলাফলে এক পয়েন্ট নিয়ে ইকুয়েডর অবস্থান করছে গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে। এক ম্যাচ বেশী খেলে তাদের চেয়ে এক পয়েন্ট বেশী সংগ্রহ করেছে ভেনেজুয়েলা। গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক ব্রাজিল।