হাসানুজ্জামানের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও জিততে পারলো না পারটেক্স
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সেঞ্চুরির দেখা মিললো বিকেএসপিতে, রেলিগেশন লিগে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন হাসানুজ্জামান। ৫২ বলে ১১টি চার আর ৭ ছক্কায় ১০৫ রান করে শেষ পর্যন্ত থেমেছেন তিনি।টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হাসানুজ্জামান। এমন একটা ইনিংস খেলেও পারটেক্সকে জেতাতে পারেননি হাসানুজ্জামান। ওল্ড ডিওএইচএসের করা ১৯৯ রানের জবাবে পারটেক্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রানের বেশি করতে পারেনি।দ্রুততম সেঞ্চুরিয়ান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য পারভেজ হোসেন। গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন পারভেজ। তার আগপর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ছিল তামিমের। ২০১৯ সালে বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম ৬১ বলে খেলেছিলেন ১৪১ রানের ইনিংস। সেখানে ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। এবার দ্রুততম সেঞ্চুরিতে তামিমকে তিনে নামিয়ে আনলেন ৩০ বছর বয়সী হাসানুজ্জামান।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ১৯৯/২, ২০ ওভার; (রাকিন আহমেদ ৯২*, মোহাইমিনুল খান ৫০*, আনিসুল ইসলাম ইমন ৩৪, মাহমুদুল হাসান জয় ৫, যুবায়ের হোসেন লিখন ১/৩২)।
পারটেক্স স্পোর্টিং ক্লাব ১৭৬/৮, ২০ ওভার; (হাসানুজ্জামান ১০৫, আব্বাস মুসা ৩১, জয়রাজ শেখ ১৬*, নাজমুল হোসেন মিলন ১২, আব্দুর রশিদ ৩/৩৪, আসাদুজ্জামান পায়েল ২/২৪, রাকিবুল হাসান ২/৪৩)।
ফলাফলঃ ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ২৩ রানে জয়ী।