বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্ত্রীর থানায় অভিযোগ

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্ত্রীর থানায় অভিযোগ 

জনপ্রিয় অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে নতুন গুঞ্জন বেশ কিছু দিন আগেই চাউর হয়েছে, শোনা যাচ্ছে তিনি নাকি কৃষ্ণকলি খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেম করছেন। কাঞ্চন বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অস্বীকার করলেও স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বললেন ভিন্ন কথা। এবার এ ঘটনা থানা পর্যন্ত গড়াল। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন পিঙ্কি। জানা গেছে, পিঙ্কি অভিযোগ করেছেন তাকে হুমকি দিয়েছেন কাঞ্চন মল্লিক এবং তার প্রেমিকা শ্রীময়ী। প্রেমের কথা ফাঁস হয়ে যাওয়ায় এই হুমকি দেওয়া হয়েছে বলেই দাবি করেছেন তিনি। এ খবর প্রকাশ্যে আসার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন শ্রীময়ী। তার দাবি, কাঞ্চন মল্লিকের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক নেই।তিনি বলেন, ‘পিংকি বন্দ্যোপাধ্যায় সম্ভবত প্রচারের আলো টানতে আমাকে আর কাঞ্চন মল্লিককে জড়িয়ে এই নোংরা খেলায় মেতেছেন। লজ্জায়, ঘেন্নায় আত্মহত্যা করতে ইচ্ছে করছে।’ এরই মধ্যে পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চেয়েছেন শ্রীময়ী, কিন্তু তিনি সাড়া দেননি। শ্রীময়ী অনুরোধ জানিয়ে কঞ্চেনের স্ত্রীকে এও বলেছেন, ‘দোহাই পিংকিদি, কথা বলো, এভাবে নিজের মনগড়া কাহিনি সব জায়গায় বলে প্রচারের আলো টেনো না। আমিও মেয়ে। আমারও পরিচিতি আছে। আমায় কেন এভাবে অকারণে কলঙ্কিত করছো?’ ভারতীয় গণমাধ্যম বলছে, গতকাল রাতে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে কাঞ্চন ও শ্রীময়ী তাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, পিঙ্কির নিউ আলিপুরের বাড়িতেও নাকি গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। কিন্তু সেখানে পিঙ্কি তখন বাড়ি ছিলেন না। তারপর চেতলা থেকে ফেরার পথে তার গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। এরপরই আজ রবিবার থানায় অভিযোগ করেন পিঙ্কি। কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তাদের আট বছরের এক ছেলেও রয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone