সৌন্দর্যের জন্য ৫ টিপস
লাইফস্টাইল, ডেস্ক : ০১.আমলকি খেলে মুখের রুচি বাড়ে, চুল পড়া বন্ধ হয় এবং ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ে। আর আমলকির গুঁড়া ও তিলের তেল মিশিয়ে মুখে লাগালে যেমন শুষ্ক ত্বক কোমল হবে তেমনি ত্বক ফরসাও করবে। আবার চুলে আমলকির রস ১ ঘণ্টা লাগিয়ে ধুয়ে ফেললে চুলের অকালপক্বতা দূর হবে।
০২.প্রতিদিন টুথপেস্ট দিয়ে দাঁত মাজা কিংবা কুলি করার পরও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় অনেকের। এ থেকে উত্তরণের জন্য টানা দুই মাস নিয়মিত দুই কোয়া করে কমলালেবু খান। ব্যস, দেখবেন সব ঠিক হয়ে যাবে।
০৩.কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন। একটা সময় দেখবেন দাগ চলে গছে।
০৪.শসার রসের সঙ্গে কর্নফ্লাওয়ার বা লাল আটা মিশিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করতেপারেন। গলা ও মুখে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
০৫. মেথি বাটা, পিয়াজ, নিমপাতা, লেবুর রস, টক দই একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করুন।-ভিনেগার ও পানি মিশিয়ে চুলের গোড়ায় লাগান।-অতিরিক্ত খুশকি কমাতে মাথায় তেল দেওয়া কিছুদিন বন্ধ রাখুন। অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে একদিন পরপর চুল পরিষ্কার করুন।