যুক্তরাষ্ট্রর আলাবামায় ঝড়ের সময় গাড়ি দুর্ঘটনায় নিহত ১০ জন
যুক্তরাষ্ট্রর দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য আলাবামায় প্রচন্ড ঝড়ের সময় একটি মহাসড়কে অনেকগুলো গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে নয় শিশু ও প্রাপ্তবয়স্ক এক জন নিহত হয়েছেন।
বাটলার কাউন্টি শবপরীক্ষক ওয়েনি গার্লক বলেন, গ্রীনভিল নগরীর কাছে আন্তরাজ্য মহাসড়কে কমপক্ষে ১৫টি গাড়ির মধ্যে শনিবারের এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্যে প্রথমে একটি মটরবাইক দুর্ঘটনায় পড়ায় এ ভয়াবহ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।সেখানে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাবা ও মেয়ের পাশাপাশি আরো আট শিশু রয়েছে। কাউন্টি পরিচালিত একটি ‘গার্লস রাঞ্চ’ থেকে ভ্যানে করে এ আট শিশুকে বহন করা হচ্ছিল।’ খবর : এএফপি।
Posted in: আর্ন্তজাতিক