ইথিওপিয়ায় চলছে পার্লামেন্ট নির্বাচন
ইথিওপিয়ায় চলছে পার্লামেন্ট ও আঞ্চলিক কাউন্সিল নির্বাচন। সোমবার সারাদেশের ৪৯ হাজার ৪শ’ সাত কেন্দ্রে এক যোগে চলছে এই নির্বাচন।স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেয়া হচ্ছে। দেশটির তিন কোটি ৮০ লাখ নিবন্ধিত ভোটার তাদের ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য পার্লামেন্টের ৫৪৭ সদস্যকে নির্বাচিত করবেন।মোট ৪৭ রাজনৈতিক দলের ৯ হাজার ১৭৫ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।খবর : আলজাজিরা।
Posted in: আর্ন্তজাতিক