উত্তরকোরিয়াকে বসার প্রস্তাব মার্কিন দূতের
উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি কোন শর্তছাড়াই যে কোন জায়গায় যে কোন সময়ে পিয়ংইয়ংয়ের সাথে বসার প্রস্তাব করেছেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এখনও পর্যন্ত উত্তর কোরিয়ার সাথে দেশটির প্রকাশ্য কোন যোগাযোগ হয়নি। গত সপ্তাহে উত্তর কোরীয় নেতা কিম জং উন বলেছেন, তার দেশ ‘সংলাপ ও সংঘাত’ উভয়ের জন্য অবশ্যই প্রস্তুত রয়েছে।তার এ মন্তব্যের পর মার্কিন দূত সুং কিম এ প্রস্তাব রেখেছেন। দক্ষিণ কোরিয়ায় পাঁচ দিনের সফরকালে মার্কিন দূত বলেছেন, আমরা অব্যাহতভাবে আশা করছি উত্তর কোরিয়া এ বিষয়ে ইতিবাচকভাবে সাড়া দেবে। এদিকে গত সপ্তাহে কিম জং উন তার দেশের খাদ্য পরিস্থতিকে উদ্বেজনক হিসেবে মন্তব্য করেছেন। দেশটি করোনা মোকাবেলার চেষ্টায় বর্তমানে স্বঘোষিতভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে । কিম এবং শীষ কর্মকর্তারা দেশটির খাদ্য সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করেছেন।