শেষ ষোলয় ডেনমার্ক ও অস্ট্রিয়া
ইউরো চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে রাশিয়াকে বিধ্বস্ত করে শেষ ষোলতে ডেনমার্ক। সোমবার কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে ডেনমার্ক ৪-১ গোলের জয় তুলে নেয়। ডেনমার্কের সামনে দাঁড়াতেই পারেনি রাশিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ডেনিশরা কোনঠাসা করে ফেলে রুশদের।আসরের প্রথম দুই ম্যাচে হারের তেতো স্বাদ পেলেও গ্রুপের শেষ ম্যাচে নিজেদের দারুণভাবে মেলে ধরে ডেনমার্ক। নজরকাড়া পারফরম্যান্সে তারা উড়িয়ে দেয় রাশিয়াকে।এই গ্রুপে বেলজিয়াম তিন ম্যাচে ৯ পয়েন্ট পেলেও ডেনমার্ক, ফিনল্যান্ড ও রাশিয়ার সমান ৩ পয়েন্ট করে। গোল পার্থক্যে দ্বিতীয় হয়েছে ডেনমার্ক।
আরেক ম্যাচে গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প ছিল না অস্ট্রিয়ার। কাজের কাজটি ঠিকই করে দেখিয়েছে তারা। ইউক্রেনের বিপক্ষে জিতে টুর্নামেন্টের শেষ ষোলয় জায়গা করে নিলো দলটি। রোমানিয়ার বুখারেস্টে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। দলের পক্ষে একমাত্র গোলটি করেন ক্রিস্টোফ বমগার্টনার।এই ম্যাচে হারের পর এখন ইউক্রেনের একমাত্র আশা ছয় গ্রুপের তৃতীয় স্থান পাওয়া সেরা চার দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার। গ্রুপের দ্বিতীয় সেরা হয়ে পরের রাউন্ডে যেতে ইউক্রেনের ড্র করলেই চলতো। কিন্তু ম্যাচে সেভাবে খেলতে পারেনি দলটি।