বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » প্রথমবারের মত পিএসএলের ফাইনালে মুলতান সুলতান্স

প্রথমবারের মত পিএসএলের ফাইনালে মুলতান সুলতান্স 

ইসলামাবাদকে ৩১ রানে হারিয়ে পাকিস্তান সুপার লিগের ফাইনালে উঠে গেছে মুলতান সুলতান্স। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮০ রান করে মুলতান। জবাবে ১৯ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় ইসলামাবাদের ইনিংস। বল হাতে দারুণ চমক দেয়া সোহেল তানভির জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।জয়ের লক্ষে খেলতে নেমে ইসলামাবাদের হয়ে একমাত্র উসমান খাজাই যা লড়াই করেছেন। বাকিরা ছিলেন ব্যর্থই। ৪০ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেন খাজা। তার ইনিংসে ছিল নয়টি চার ও একটি ছক্কার মার। এদিন ঝড় তুলতে পারেননি কলিন মুনরো। সোহেল তানভিরের বলে হয়ে যান গোল্ডেন ডাক।বাকিদের মধ্যে হুসাইন তালাত সর্বোচ্চ ২৫ রান করেন। বল হাতে মুলতানের হয়ে সোহেল তানভির ও মুজারাবানি তিনটি করে উইকেট নেন। ইমরান তাহির দুটি, ইমরান খান এক উইকেট লাভ করেন। ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে ইসলামাবাদের। তাদের সামনে এখন দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ।

 

মুলতান সুলতান্সঃ ১৮০/৫ (২০), মাসুদ ২৫, রিজওয়ান ০, মাকসুদ ৫৯, রুশো ০, চার্লস ৪১, খুশদিল ৪২*, তানভির ১২*; হাসান আলি ৪-০-২৫-০, আকিফ জাভেদ ৪-০-৫০-১, আশরাফ ৪-০-৩৫-২, শাদাব ৪-০-২৫-২, ওয়াসিম ৪-০-৪৪-০

 ইসলামাবাদ ইউনাইটেডঃ ১৪৯/১০ (১৯), খাজা ৭০, মুনরো ০, আখলাক ১০, শাদাব ০, ইফতিখার ১৬, আসিফ ১, তালাত ২৫, হাসান ১০, ওয়াসিম ১৩, ফাহিম ০, জাভেদ ০*; তানভির ৪-০-১৭-৩, ইমরান ৪-০-৪০-১, ধানি ৩-০-২৯-০, মুজারাবানি ৪-০-৩১-৩, তাহির ৪-০-২৯-২

ম্যাচ সেরাঃ সোহেল তানভির (মুলতান সুলতান্স)।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone