ভারতের দুই কিংবদন্তি এ আর রহমান ও গুলজারের নতুন গান ‘মেরি পুকার সুনো’ আসছে
ভারতের দুই কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব এ আর রহমান ও গুলজার আবারো একসাথে কাজ করেছেন ‘মেরি পুকার সুনো’ নামের একটি গানে। অস্কার জয়ী এ দু’সঙ্গীতকার আরো অনেক গানে একসাথে কাজ করেছেন। সঙ্গীত প্রযোজক এ আর রহমান ও সুরকার গুলজারের যৌথ এ কাজটি সনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনা ও স্বত্বে।এ আর রহমান ও গুলজারের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে এ গানের একটি টিজার প্রকাশ করা হলে এ সংবাদ জানা যায়। কিংবদন্তি এ দু’সঙ্গীত ব্যক্তিত্ব বেশ কয়েকটি গানে একসাথে কাজ করে সঙ্গীতপ্রেমীদের জন্য শ্রুতিমধুর গান উপহার দিয়েছেন। এসব গানের মধ্যে রয়েছে ‘দিলসে রে’, ‘ছাইয়া ছাইয়া’ ও আয় আজনবী। ‘দিলসে রে’ গানের অভিনয় করেন শাহরুখ খান ও মনিসা কৈরালা। তাদের ‘তেরে বিনা বেশওয়াদি’ ও ‘আয় হায়রাথি’ হলো ‘গুরু’ মুভির গান। এ গানদু’টিতে অভিনয় করেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়।‘হাসতি রাহে তু’, ‘চুপকে সে’ ও ‘হালকি আয় হালকি’ হলো ‘সত্যিয়া’ মুভির গান। এসব গানে অভিনয় করেন বিবেক ওবেরয় ও রানি মুখার্জি। ‘জব তাক হায় জান’ ও ‘হির হির’ গানে অভিনয় করেন শাহরুখ ও ক্যাটরিনা।