সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর হামলায় নিহত ১০ জন
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে সরকারি বাহিনীর সংঘাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবারের এ হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। মানবাধিকার কর্মীরা বলছেন, গেলো কয়েক সপ্তাহ ইদলিবে সংঘাত বেড়েছে। বিশেষ করে ইহসিম ও বারাহ অঞ্চলে হামলা চালাচ্ছে বাসার আল আসাদ বাহিনী। হতাহতের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
Posted in: আর্ন্তজাতিক