শেষ ষোলয় ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া
ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘ডি’র গ্রুপসেরা হয়ে পরের পর্বে গেছে ইংল্যান্ড, সেরা ষোলোয় জায়গা করে নিয়েছে টেবিলে রানার্সআপ ক্রোয়েশিয়া। টেবিলের তিনে থাকা চেক রিপাবলিকেরও সুযোগ আছে নকআউটের, তাদের অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে।রাহিম স্টার্লিংয়ের গোলে চেক রিপাবলিককে ১-০তে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট ঘরে তুলে গ্রুপের শীর্ষে থেকে সেরা ষোলোয় গেছে ইংলিশরা। শেষ রাউন্ডে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। একটি করে জয়-ড্র-হার দেখে বিশ্বকাপের বর্তমান রানার্সআপদের পয়েন্ট ৪, তাদের সমান ম্যাচে ৪ পয়েন্ট চেক রিপাবলিকেরও, কিন্তু গোলপার্থক্যে টেবিলের তিনে তারা। স্কটিশদের পয়েন্ট ১।