৯২% কার্যকর কিউবার ভ্যাকসিন
কিউবার আবদালা ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে এই কার্যকারিতা সংক্রমণ, রোগ নাকি মৃত্যু থেকে সুরক্ষা দিতে সক্ষম তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়নি। কিউবা বর্তমানে করোনার পাঁচটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে দুটির ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ায় গত মাস থেকে দেশটি জনগণকে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু করেছে। এক টুইট বার্তায় বায়োকিউবাফার্মা জানিয়েছে, ইতোমধ্যে ব্যবহার শুরু করা দুটি ভ্যাকসিনের একটি আবদালা। করোনার বিরুদ্ধে এর তিনটি ডোজ ৯২.২৮ শতাংশ কার্যকর।
Posted in: আর্ন্তজাতিক