শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল এলাকা থেকে শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা এগুলো উদ্ধার করে।
শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রীণ চ্যানেল এলাকা সংলগ্ন বাথরুমের কমোডের পাশ থেকে চার কেজি ছয়শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। দুবাই থেকে এ স্বর্ণের চালান আনা হয় এবং এর সঙ্গে বিমান ও সিভিল এভিয়েশনের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Posted in: জাতীয়