টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নিউজিল্যান্ডের
ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। বিরাট কোহলির ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফি নিশ্চিত করেন কেন উইলিয়ামসনরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে কাইল জেমিসনের গতির মুখে পড়ে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন আজিঙ্কা রাহানে। এছাড়া ৪৪ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট শিকার করেন জেমিসন। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩২ রানের লিড নিয়ে ২৪৯ রানে ইনিংস গুটায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। ৪৯ রান করেন উইলিয়ামসন। ভারতের হয়ে মোহাম্মদ সামি নেন ৪ উইকেট। ৩ উইকেট শিকার করেন ইশান্ত শর্মা। ৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের গতির মুখে পড়ে ১৭০ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন সাউদি। ৩ উইকেট শিকার করেন বোল্ট। বুধবার রিজার্ভ ডেতে ১৩৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে দুই ওপেনারের উইকেট হারায় নিউজিল্যান্ড। সাবেক অধিনায়ক রস টেইলরকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে দলকে ৮ উইকেটের জয় উপহার দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৫২ ও ৪৭ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন ও টেইলর। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন।