ব্যাটে-বলে দুর্দান্ত মেহেদি, হারল মোহামেডান
বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক শুভাগত হোমের টর্নেডো ইনিংসে ভর করে ১৬৫ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে মোহামেডান।আর সেই লড়াকু পুঁজিকেও ৭ উইকেটে অতিক্রম করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই জয়ে বেশিরভাগ অবদান দলের ওপেনার মেহেদী হাসানের। ৫৮ বলে ৯২ রানের চমৎকার এক ইনিংস খেলেছেন তিনি। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন। নিজের ইনিংসটি ১১ বাউন্ডারি ৩ ছক্কায় সাজিয়েছেন মেহেদী। স্ট্রাইক রেট ১৫৮.৬২! ১৮তম ওভারে আবু জায়েদকে ৩ বাউন্ডারি হাঁকান মেহেদী। এ ওভার থেকে ১৬ রান আসে। ১৯তম ওভারে রুয়েল মিয়াকে ছক্কা হাঁকান মেহেদী। এ ওভার থেকে আসে ১৫ রান। শেষ ৬ বলে জয়ের জন্য প্রয়োজন পড়ে ৬ রানের।ইয়াসিন আরাফাতের হাতে বল তুলে দেন শুভাগত। প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে মেহেদীকে আউট করেন ইয়াসির। আকবর আলী বাউন্ডারি হাঁকিয়ে তিন বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন। মোহামেডানকে ৩ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ১৬৫/৬ (২০ ওভার) শুভাগত ৫৯*, ইমন ৪২, ইরফান ২৮; মেহেদী ৪-১-২২-২, আতিক ৪-০-৩৩-২, তারেক ৪-০-৩০-২।
গাজী গ্রুপ ক্রিকেটার্স : ১৬৬/৭ (১৯.৩ ওভার) মেহেদী ৯২, সৌম্য ২২, আকবর ১১*, রিয়াদ ৮, মুমিনুল ৮, ইয়াসির ১১,আসিফ ৪-০-২২-৩, মিশু ২.৩-০-২৩-২, শুভাগত ৪-০-২৯-২।