ঈদে আসছে ‘লিডার, আমিই বাংলাদেশ’
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে শাকিব খান-বুবলী জুটি অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ নতুন ছবিটি আসবে । ছবিটির শুটিং ৬০ শতাংশ শেষ হয়েছে। গত ২৫ মে মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের। উত্তরার বিভিন্ন লোকেশনে এবং সাভারে টানা ৮দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেওয়া হয়। গত ১২ তারিখ থেকে বিএফডিসিতে সেট ফেলে টানা ১০দিন শুটিং করা হয়। সেট পরিবর্তনের জন্য ২ দিনের বিরতি দিয়ে বৃহস্পতিবার (২৪ জুন) পুনঃরায় শুরু হবে শুটি। চলবে টানা ১০দিন। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্য বিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তারা সবকিছু বজায় রেখে যেভাবে কাজ করছে এতে আমরা আশাবাদী, ‘লিডার, আমিই বাংলাদেশ’ একটি অসাধারণ চলচ্চিত্র হতে যাচ্ছে। ইতিমধ্যে ৬০ভাগ শুটিং অত্যন্ত সফলতার সাথে শেষ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আগামী ঈদুল আযহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে ‘লিডার, আমিই বাংলাদেশ’ রিলিজ হবে ইনশাআল্লাহ।