এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
এক ম্যাচ আগেই ইংল্যান্ডের কাছে সিরিজ হারিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার কার্ডিফে টি-টোয়েন্টি সিরিজে আগে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ২০ ওভার খেলে তোলে ৭ উইকেটে ১১১ রান। ডি/এল নিয়মে ১১ বল হাতে রেখে ৫ উইকেটে জেতে ইংল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৩৯ রান করেন কুশল মেন্ডিস। ২১ রান করেন অধিনায়ক কুশল পেরেরা। আটে নামা পেসার ইসুরু উদানা ১৪ বলে অপরাজিত ১৯ রান করেন। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট মার্ক উড ও আদিল রশিদ। এদিকে, এই স্বল্প রান তাড়া করতে নেমে ইংল্যান্ডও বিপদে পড়েছিল। ৬.৩ ওভারের মধ্যে ৩৬ রানে ৪ উইকেট হারায় তারা। তখন গুড়িগুড়ি বৃষ্টিতে জয়ের সুবাস পাচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু লিয়াম লিভিংস্টোন (২৬ বলে ২৯) ও স্যাম বিলিংস (২৯ বলে ২৪) দৃঢ়তা দেখিয়ে বিপদ এড়ান।দুজনে উইকেটে থাকতে ১২ ওভারে ইংল্যান্ডের স্কোর যখন ৪ উইকেটে ৬৯ রান, তখন হানা দেয় বৃষ্টি। এরপর ডি/এল নিয়মে ইংল্যান্ডের লক্ষ্যস্থির করা হয় ১৮ ওভারে ১০৩। ১৬ রানে অপরাজিত থাকা স্যাম কারেন ১৭তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে জয় তুলে নেন ইংল্যান্ডের। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন ওয়ানিদু হাসারাঙা। এরফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল স্বাগতিকরা।