ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অ্যাওয়ে গোলের নিয়ম থাকছে না
ক্লাব ফুটবলে আগামী মৌসুমের জন্য বড়সড় বদল আনল উয়েফা। গত ৫৬ বছর ধরে চলে আসা অ্যাওয়ে গোলের প্রথা তুলে নিল ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থাটি। সামনের মৌসুম থেকে উয়েফার কোনও প্রতিযোগিতায় অ্যাওয়ে গোলের নিয়ম আর দেখতে পাওয়া যাবে না। উয়েফা অ্যাওয়ে গোলের নিয়ম চালু করেছিল ১৯৬৫-৬৬ মৌসুমে। দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিট শেষে সমতা থাকলে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করা দলকে জয়ী ঘোষণা করা হয়। এখন থেকে দুই লেগ মিলিয়ে সমতা থাকলে দ্বিতীয় লেগের ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে, খেলা হবে ১৫ মিনিট করে। সেখানেও সমতা বজায় থাকলে হবে টাইব্রেকার।
Posted in: খেলা