করোনার ভ্যাকসিন নিয়ে প্রতারনার শিকার মিমি
টিকা জালিয়াতির কবলে পড়ে জীবন শঙ্কায় পড়েছে টালিউড নায়িকা মিমি চক্রবর্তী। তবে এখনও ক্ষতিকর কিছু ঘটেনি তার সঙ্গে। সুস্থ আছেন তিনি। মঙ্গলবার কসবার নিউ মার্কেট এলাকার এক টিকাকেন্দ্র থেকে কোভিড টিকা নেন তৃণমূলের তারকা সাংসদ। এখন জানা যাচ্ছে, সম্ভবত হাম বা বিসিজি-র টিকা কিংবা পাউডার গোলা জল দেওয়া হয়েছিল মিমিকে। কলকাতা পুরসভার ফরেন্সিক বিশেষজ্ঞদেরও দাবি এমনই।টিকাকেন্দ্র নিয়ে প্রতারণার গন্ধ আগেই পেয়েছেন মিমি। কিন্তু বৃহস্পতিবার তিনি জানতে আসল ঘটনা। মিমি বলেন, ‘পুরসভার ফরেন্সিক বিশেষজ্ঞদের মুখে খবরটা পাওয়ার পরেই আমি চিন্তায় পড়ে যাই। চিকিৎসককে ফোন করি। তিনি বলেন, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেটা জলে গুলিয়ে দেওয়া হয়েছে।’ পেট এবং মূত্র সংক্রমণে এই ওষুধ দেওয়া হয়। এটা খুবই কড়া ওষুধ। জলে মিশিয়ে দেওয়া হয়েছে বলে সম্ভবত সে রকম ক্ষতি করবে না বলে জানালেন চিকিৎসক।খবর : আনন্দবাজার পত্রিকা ।