পরিচালকের বিরুদ্ধে মডেল মারিয়া মিমের অভিযোগ
কিছুদিন হলো অভিনেতা সিদ্দিকের সঙ্গে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। সন্তানকে নিয়ে ঢাকায় একাই থাকছেন। অন্তত শোবিজ এমনটাই জানে মারিয়া মিমের সম্পর্কে। এরইমধ্যে মা হতে যাচ্ছেন এমন প্রশ্ন আসলো কিভাবে? সোশ্যাল হ্যান্ডেলে নিজের একটি বেবি বাম্প ছবি পোস্ট করেছেন এই মডেল। এরপরে প্রশ্ন শুরু হয়ে যায়। সেটা বিজ্ঞাপনের সে রহস্য খোলসা হয়েছে। এবার নতুন করে আলোচনায় এলেন মিম। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন দেশীয় শোবিজে নতুন করে ব্যস্ত হতে শুরু করা মারিয়া মিম। বিচ্ছেদের পর নিজের ক্যারিয়ার প্রস্তুত করতে উঠেপড়ে লেগেছেন। প্রস্তুত করছেন নিজেকে। এরইমধ্যে বেশকিছু পণ্যের মডেল হয়েছেন। নতুন একটি চলচ্চিত্রেও নিজের নাম লিখিয়েছেন। এরই এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুললেন।মিমের অভিযোগ একজন পরিচালক তাকে মিটিং এর নামে হুইস্কি খেতে ডাকেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে এমন অভিযোগ তুলে সমাধানও দিয়েছেন তিনি। ওই পরিচালককে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর দুই চারটা কাজ করে নিজেকে সেই লেভেল এর ডিরেক্টর ভাবে, মিটিং এর নামে বলে হুইস্কি খাবা? উনার নাকি চরিত্রই এমন সবার সাথে প্রেম করে বেড়ায়। যাহোক ভাই, তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি, এতো (!) করার কী আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? ৩-৪ লাখ টাকার প্রোজেক্ট করে খুব (!) ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না?’