মু্ক্তি পেলো ‘নবাব এলএলবি’
আজ দেশের ১৬টি সিনেমা হলে আলোচিত ছবি ‘নবাব এলএলবি’মুক্তি পেয়েছে । পরিচালক অনন্য মামুন পরিচালিত এই সিনেমার দিয়ে ৪৭৬ দিন পর প্রেক্ষাগৃহে ফিরলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। এর আগে ছবিটি গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আই থিয়েটার অ্যাপে ছবিটি মুক্তি পায়। ছবিটির মাধ্যমে শাকিব খানেরও যাত্রা শুরু হয় ওটিটি দুনিয়ায়। সে সময় ব্যাপকভাবে আলোচিত হয় ছবিটি। মূলত সিনেমাটির প্রেক্ষাপট, নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ।। তবে মু্ক্তির পর সিনেমাটির সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলায় পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তারও হোন। ১৮ দিন হাজত বাসের পর মুক্তি মিলে তাদের। সে সময় পরিচালক জানিয়েছিলেন ছবিটি হলেও মুক্তি দিতে চান তিনি। কিন্তু বাদ সাধে সেন্সর বোর্ড। পরে ৯ মিনিট ৪৩ সেকেন্ড কেটে সিনেমাটি সিনেমা হলে মুক্তির জন্য অনুমোদন দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।