ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার
ভূমধ্যসাগর থেকে ২৬৪ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। তারা সবাই ভূমধ্যসাগরে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা্ করছিলো। অভিবাসন সংস্থা আইওএম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। অভিবাসন সংস্থা আইওএম জানায়, নৌকা ভেঙে যাওয়ায় তারা উপকূলে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করে তিউনিসিয়া কোস্টগার্ড। এমনকি অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়া সীমান্তের বেন গর্দান বন্দরে পৌঁছাতে সাহায্য করে তিউনিসিয়িা প্রশাসন। তবে তিউনিসিয়ার কোস্টগার্ড জানায়, অভিবাসনপ্রত্যাশীদের আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে। আইওএম জানান, তিউনিসিয়ান আইসল্যান্ড জেরবার একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের। খবর : এএফপি।