২৯ জুন থেকে এইচএসসির ফরম পূরণ শুরু, চলবে ১১ জুলাই পর্যন্ত
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হবে ২৯ জুন। ১১ জুলাই পর্যন্ত চলবে ফরম পূরণ। করোনা সংক্রমণ মহামারির মধ্যে এ নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শুক্রবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম আমিরুল ইসলাম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এ বছর নির্বাচনী পরীক্ষা হবে না। এ কারণে নির্বাচনী পরীক্ষার ফি আদায়ও করা যাবে না। বিজ্ঞপ্তিতে ফরম পূরণে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুই হাজার ৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের এক হাজার ৯৪০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বেঁধে দেওয়া এই ফি’র অতিরিক্ত আদায় করা হলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- বলা হয় বিজ্ঞপ্তিতে।