বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরকার বিব্রত : যোগাযোগমন্ত্রী

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরকার বিব্রত : যোগাযোগমন্ত্রী 

Obaid

রোকন উদ্দিন, ঢাকা : প্রিজন ভ্যান থেকে সাজাপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনতাই এবং পরে এদের একজনকে গ্রেফতারের পর বন্দুকযুদ্ধে নিহতের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকার এতে বিব্রত। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার আরো সতর্কতামূলক পদক্ষেপ নেবে।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার সরৎ কে ওয়েরাগাডার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর নিজ দফতরে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

যোগাযোগমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কার তামিল জঙ্গিবাদ মোকাবিলার অভিজ্ঞতা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এ ছাড়া, যোগাযোগ খাতে পিপিপির মাধ্যমে বিনিয়োগের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।’

গত রোববার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে ত্রিশালের কাছে দুর্বৃত্তরা প্রিজন ভ্যানে হামলা চালিয়ে ছিনিয়ে নেয় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাজাপ্রাপ্ত তিন জঙ্গিকে। এরপর ওই দিন বিকেলে পালিয়ে যাওয়া হাফেজ মাহমুদ ওরফে রাকিবকে টাঙ্গাইলে গ্রেফতার করে পুলিশ। এরপর বন্দুকযুদ্ধে মারা যান জঙ্গি রাকিব। অপর দুজন এখনো গ্রেপ্তার হয়নি।

ফাঁসির আসামি রাকিব মারা না গেলে আরো তথ্য উদ্ধার করা সম্ভব হতো- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যারা পরিস্থিতি মোকাবিলা করে তারাই বুঝবে কী পরিস্থিতিতে রাকিব মারা গেছে।’

রাজধানীসহ সারা দেশে যানজট অসহনীয় পর্যায়ে চলে গেছে স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ‘যানজট মোকাবিলার বর্তমান উদ্যোগ সফল হলে যানজট সহনীয় হবে। বিকল্প ব্যবস্থা না করে বুলডোজার দিয়ে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করলে সমাজে অপরাধ বাড়বে। আপাতত আমরা রাস্তা উদ্ধার করছি।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone