টাইগারদের নতুন স্পিন ও ব্যাটিংপরামর্শক নিয়োগ
শ্রীলঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেরাথকে বোলিং পরামর্শক ও সাউথ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশলে প্রিন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।হেরাথ ও প্রিন্স টাইগার ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করবেন আসন্ন জিম্বাবুয়ে সফর থেকেই। হেরাথ এবছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাইজুল-মিরাজদের নিয়ে কাজ করবেন।প্রিন্স কাজ করবেন জিম্বাবুয়ে সফর পর্যন্ত। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বিসিবি।
Posted in: খেলা