আসছে ‘কৃষ-৪’
বলিউডের অন্যতম সফল সিনেমা ‘কৃষ’। এবার ছবিটির চার নম্বর কিস্তির ঘোষণা করেছেন নায়ক ঋত্বিক রোশান। আগে থেকেই অবশ্য ‘কৃষ ৪’ নিয়ে জল্পনা চলছিল। ঋত্বিক এবং পরিচালক-প্রযোজক রাকেশ রোশান। তখন ছিল সেটি মুখের কথা। এবার প্রকাশ্যেই ঘোষণা দিলেন ঋত্বিক।ঋত্বিক নিজেই টুইটে করে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। তার মাঝেই মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি।ওই ভিডিওর ক্যাপশনে ঋত্বিক লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। কৃশ ৪’। হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অব কৃষ’ এবং ‘কৃষ ৪’ যোগ করেছেন তিনি। ২০০৩ সালে মুক্তি পায় ঋত্বিক রোশন ও প্রীতি জিনতা অভিনীত ‘কই মিল গ্যায়া’। ছবিটির ব্যাপক সাফল্যের পর ২০০৬ সালে নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কৃষ’। এতে যুক্ত হন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর সাত বছর পর নির্মিত হয় তৃতীয় কিস্তি ‘কৃষ ৩’। এতেও ঋত্বিকের নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা।