বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আরব আমিরাত প্রবেশে নি’ষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

আরব আমিরাত প্রবেশে নি’ষেধাজ্ঞার মেয়াদ বাড়লো 

সংযুক্ত আরব আমিরাত করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে কার্গোফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার ফ্লাইট গুলোকে এই বিধি নিষেধ থেকে ছাড় দেয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- ভারত, বাংলাদেশ, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরালিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা এই ১৪টি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone