বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » পাকিস্তানের টার্গেট ২৯৭

পাকিস্তানের টার্গেট ২৯৭ 

Highlights-Pakistan-vs-Sri-Lanka-1st-T20-11th-December-2013-Afridi-leads-Pakistan-to-tense-win

স্পোর্টস ডেস্ক : লাহিরু থিরিমান্নের সেঞ্চুরির উপর ভর করে পাকিস্তানকে ২৯৭ রানের বড় টার্গেট দিয়েছে শ্রীলঙ্কার দল।

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক আঞ্জেলা ম্যাথিউস। শুরুতেই লঙ্কানদের উপর আঘাত আনে পাকিস্তান বোলাররা। দলীয় ২৮ রানে ওমর হুলের বলে বিভ্রান্ত হন কুশাল সিলভা। এরপর অন্য ওপেনার থিরিমান্নের সঙ্গে ওয়ান ডাউনে নামা কুমার সাঙ্গাকারা ১৬১ রানে জুটি গড়েন। দলীয় ১৮৯ রানে ওমর গুলের দ্বিতীয় শিকার হন কুমার সাঙ্গাকারা। তিনি সাজঘরে যাওয়া আগে ব্যক্তিগত ৬৭ রান করেন।

তবে থিরিমান্নে সেঞ্চুরি করার পর ক্রিজে নিজেকে বেশি সয়ম আগলে রাখতে পারেনি। দলীয় ২০৪ রানে সাঈদ আজমলের বলে বিভ্রান্ত হওয়ার আগে ১০২ রান করেন থিরিমান্নে। এরপর লঙ্কাদের একটু চেপে ধরে পাকিস্তান। চতুর্থ জুটিতে ২০ রান তুলেন জয়াবর্ধনে-ম্যাথিউস। দলীয় ২২৪ রানে আফ্রিদের বলে বিভ্রান্ত হয়ে সাজঘরের পথ ধরেন জয়াবর্ধনে। পঞ্চম জুটিতেও দলকে ভালো কোনো পার্টনারশিপ উপহার দিতে পারেনি ম্যাথিউস ও থিসারা পেরেরা। দলীয় ২৪৫ রানে আফ্রিদির দ্বিতীয় শিকার হন থিসারা পেরারা।

অপর প্রান্তে দলকে দারুণ ভাবে আগলে রাখে ম্যাথিউস। ষষ্ঠ জুটি ম্যাথিউসের সঙ্গে ভালো দল সূচনা এনে দিতে ব্যর্থ হয় ডি সিলভা। দলীয় ২৫১ রানে আউট হয়ে সাজঘরের পথ ধরেন ডি সিলভা। শেষ দিকে ম্যাথিউসের অর্ধশতেকের উপর ভর করে ২৯৬ রান করতে সক্ষম হয় লঙ্কানরা।

এই রির্পোট খেলা পর্যন্ত ৫০ ওভার সাত উইকেট হারিয়ে ২৯৬ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। অপরাজিত ছিলেন আঞ্জেলা ম্যাথিউস ৫৫ ও দিনেশ চান্দিমাল ১৯।

পাকিস্তান ক্রিকেট দল : শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, মিসবাহ-উল-হক, উমর আকমল, শহীদ আফ্রিদি, বিলাওয়াল বাট্টি, উমর গুল, সাঈদ আজমল ও জুনায়েদ খান।

শ্রীলঙ্কা ক্রিকেট দল : অ্যাঞ্জোলো ম্যাথিউস, কুশাল জ্যানিথ প্যারেরা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, সিলভা, থিসেরা প্যারেরা, সাচিত্র সেনানায়েকে, লাথিস মালিঙ্গা ও সুরঙ্গা লাকমাল।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone