জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। মাত্র ৩৫ বলে ৭১ রান করেন লুইস। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়কসহ উপরের সারির চার ব্যাটসম্যানের ছোট-ছোট ইনিংসে ১২তম ওভারেই দক্ষিণ আফ্রিকার স্কোর শতরানে পৌঁছায়। রেজা হেনড্রিক্স ১৭, কুইন্টন ডি কক ৩৭ ,তেম্বা বাভুমা ২২ রান করে আউট হন। তবে চার নম্বরে নামা রাসি ভ্যান ডার ডুসেন হাফ-সেঞ্চুরির দেখা পান। ইনিংসের শেষ পর্যন্ত খেলে দলকে লড়াই করার পুঁজি এনে দেন ডুসেন। ৩৮ বলে চারটি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন ডুসেন।২০ ওভারে ১৬০ রান করে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়ান অ্যালেন ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট নেন।জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও লুইস দারুণ শুরু করেন। সাত ওভারে ৮৫ রান করেন তারা। সপ্তম ওভারে পঞ্চম বলে ছক্কা মেরে মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি করেন লুইস।১৯ বলে ৩০ রান করে রান আউট হন ফ্লেচার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে সপ্তম হাফসেঞ্চুরি করা লুইস ৩৫ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ৭১ রান করেন।২৪ বলে গেইল অপরাজিত ৩২ ও ১২ বলে অপরাজিত ২৩ রান করেন আন্দ্রে রাসেল। দুজনই একটি করে চার ও তিনটি করে ছক্কা মারেন।