বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম মারা গেছেন 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুমের দাফন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সম্পন্ন হয়েছে। আজ রোববার বিকেলে তাঁর দাফন সম্পন্ন করা হয়। দুপুর ১২টার দিকে জেয়াদ আল মালুমের মরদেহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। সেখানে একটি জানাজা হয়। দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তাঁর আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জেয়াদ আল মালুমের মরদেহ রাখা হয়। এরপরে বিকাল ৪টার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয় বলে জানান তাপস কান্তি বল।গতকাল শনিবার রাতে প্রসিকিউটর জেয়াদ আল মালুম (৬৭) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone