মগবাজারে বিস্ফোরণে মৃতের সংখ্যা ৭
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি বিস্ফোরণে ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও ৪৩ জন। তাদের অনেকেই অগ্নিদগ্ধ। তবে বিস্ফোরণটি কীভাবে ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ রোববার ৭টা ৩৪ মিনিটে ওয়ারলেস গেটের তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান আড়ং ভবনের পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিগান এ তথ্য জানান।
Posted in: জাতীয়